মাদ্রাসা পরিচিতি

“মারকাযুল উলূমিদ্ দ্বীনিয়্যাহ্ নরসিংদী বাংলাদেশ” একটি গবেষণামূলক উচ্চতর দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রতিভাবান ও মেধাবী, গবেষণামূলক লেখা-পড়ায় আগ্রোহী শিক্ষার্থীকে ঝামেলামুক্ত নিরিবিলি পরিবেশে উন্নত শিক্ষা, উচ্চতর গবেষণা, আত্নশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনের সুযোগদানের লক্ষে একমাত্র আল্লাহ্ তায়ালার উপর ভরসা করে রমযানুল মুবারক ১৪৩৭ হি., ২০১৬ইং সনে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতী আল্লামা আবূ সাঈদ সাহেব দা. বা. পরিচালিত ‘দারুল ফিকরি ওয়াল ইরশাদ’ এর কারিকুলাম ও মানহাজে পরিচালিত হয়ে আসছে। ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান সাহেব দা. বা. মারকাযের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সাথে সাথে ঢাকার “দারুল ফিকরি ওয়াল ইরশাদ” এর নির্বাহী পরিচালক মুফতী মাহবুবুর রহমান সাহেব দা. বা. এবং শিক্ষাসচিব মুফতী হেমায়াতুল ইসলাম সাহেব দা. বা. উক্ত মারকাযে পাক্ষিক ও মাসিক নিয়মিত দরসদানের মাধ্যমে সার্বিকভাবে প্রতিষ্ঠানটির তত্বাবধান করে আসছেন।

সোশ্যাল মিডিয়া