“মারকাযুল উলূমিদ্ দ্বীনিয়্যাহ্ নরসিংদী বাংলাদেশ” একটি গবেষণামূলক উচ্চতর দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রতিভাবান ও মেধাবী, গবেষণামূলক লেখা-পড়ায় আগ্রোহী শিক্ষার্থীকে ঝামেলামুক্ত নিরিবিলি পরিবেশে উন্নত শিক্ষা, উচ্চতর গবেষণা, আত্নশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনের সুযোগদানের লক্ষে একমাত্র আল্লাহ্ তায়ালার উপর ভরসা করে রমযানুল মুবারক ১৪৩৭ হি., ২০১৬ইং সনে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।প্রতিষ্ঠানটি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতী আল্লামা আবূ সাঈদ সাহেব দা. বা. পরিচালিত ‘দারুল ফিকরি ওয়াল ইরশাদ’ এর কারিকুলাম ও মানহাজে পরিচালিত হয়ে আসছে। ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান সাহেব দা. বা. মারকাযের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সাথে সাথে ঢাকার “দারুল ফিকরি ওয়াল ইরশাদ” এর নির্বাহী পরিচালক মুফতী মাহবুবুর রহমান সাহেব দা. বা. এবং শিক্ষাসচিব মুফতী হেমায়াতুল ইসলাম সাহেব দা. বা. উক্ত মারকাযে পাক্ষিক ও মাসিক নিয়মিত দরসদানের মাধ্যমে সার্বিকভাবে প্রতিষ্ঠানটির তত্বাবধান করে আসছেন।
ইসলাম প্রিয় তাওহীদী ভাই-বোনেরা!
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহু।
‘মারকাযুল উলূমিদ্ দ্বীনিয়্যাহ্, নরসিংদী, বাংলাদেশ’ বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ ইসলামী শিক্ষাকেন্দ্র। প্রতিষ্ঠানটি ২০১৬ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। এ যাবত অত্র মারকায মুসলিম সমাজে পবিত্র কুরআন-হাদীছের আলো বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং পরিবশকে কুসংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নিয়ে জাতির দিক নির্দেশনার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
অত্র মারকায ধর্মীয় শিক্ষাদানের সাথে সাথে ছাত্রদেরকে আমলী ও আখলাকী দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে।
প্রতি বছর অত্র মারকায থেকে কিছু ছাত্রবৃন্দ সর্বোচ্চ শিক্ষা তথা দুই বছর মেয়াদী মুফতী কোর্স সম্পন্ন করে দেশ ও জাতির ব্যাপক দ্বীনি খিদমতে আত্মনিয়োগ করেন। সাথে সাথে এখানে অত্যন্ত মনোরম পরিবেশে মক্তব, নাযেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগ খুবই সুনামের সাথে চলছে আলহামদুলিল্লাহ্। কিতাব বিভাগ বর্তমানে কাফিয়া শরহে জামী পর্যন্ত রয়েছে। আলহামদুলিল্লাহ্ আমাদের এখানে নরসিংদী তানযিম বোর্ড এবং বাংলাদেশ বেফাক বোর্ডে পরীক্ষা দেয়ার সু-ব্যবস্থা রয়েছে। তানযীম বোর্ডের কেন্দ্র আমাদের অত্র মারকাযেই। ইতিমধ্যে অত্র মারকাযের ছাত্রবৃন্দ তানযীম ও বেফাক বোর্ডে ভালো ফলাফল করে মারকাযের সুনাম-সুখ্যাতী এনে দিয়েছে আলহামদুলিল্লাহ।
Copyright © 2024 | F. A. Creative Firm Limited