সদকাতুল ফিতর

সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব?

যেসব নারী-পুরুষ ঈদুল ফিতরের দিন সুবহে সাদেক থেকে নিয়ে সেদিনের সুর্যাস্ত পর্যন্ত সময়ে আবশ্যকীয় প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত ঋণবাদে, সারে বায়ান্ন তোলা রূপা বা তার সমমূল্যের মালিক হয়, তাদের উপর নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব।

বর্তমান বাজার অনুযায়ী সদকাতুল ফিতরের নেসাব :

প্রতি ভরি রুপার দাম ১৪০০ টাকা হলে সাড়ে বায়ান্ন ভরি রুপার দাম হয় ৭৩৫০০ টাকা। অতএব কোন ব্যক্তির কাছে যদি ঈদুল ফিতরের দিন সুবহে সাদেক থেকে নিয়ে সেদিনের সুর্যাস্ত পর্যন্ত সময়ে আবশ্যকীয় প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত ৭৩৫০০ টাকা বা সমপরিমাণ সম্পদ থাকে। তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব । সে নি¤েœাক্ত পাঁচটি পণ্য অথবা তার মূল্য দ্বারা সদকায়ে ফিতর আদায় করবে।

পণ্যের বিবরণ                                   পরিমাণ                                                                                        বাজার দর
গম বা আটা             =অর্ধ সা‘/ প্রায় ১ কেজি ৬৭০ গ্রাম (সতর্কতামূলক পুনে দুই কেজি),৬০/ কেজিতে         =১০৫ টাকা
যব                           =১ সা‘/ প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম,                                                            ২০০/ কেজিতে       =৬৬০ টাকা
খেজুর (আজওয়া) =১ সা‘/ প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম,                                                            ১২০০/কেজিতে      =৩৯৬০ টাকা
কিসমিস                 =১ সা‘/ প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম,                                                             ৫৫০/কেজিতে       =১৮১৫ টাকা
পনির                       =১ সা‘/ প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম,                                                             ১১৫০/কেজিতে     =৩৭৯৫ টাকা

* সদকায়ে ফিতর আদায়ের সময়:
সদকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করা উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু     আলইহি ওয়াসাল্লাম লোকজন ঈদের নামাযের উদ্দেশ্যে বের হওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছন।       (বুখারী শরীফ; ১৫০৯)

* স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা:
স্ত্রীর পক্ষ থেকে স্বামীর সদকাতুল ফিতর আদায় করে দেওয়ার যেহেতু প্রচলন আছে তাই স্বামী স্ত্রীর সদকাতুল ফিতর আদায় করে দিলে আদায় হয়ে যাবে। এক্ষেত্রে তার অনুমতি নেওয়া জরুরি নয় । এবং এ কারণে স্বামী সওয়াবের অধিকারী হবে।

كان ابن عمر يعطيه عمّن يعول من نسائه

আব্দুুল্লাহ ইবনে উমর রা. তাঁর স্ত্রীদের পক্ষ থেকে সদকাতুল ফিতর প্রদান করতেন। (মুসান্নিফ ইবনে আবি শায়বা, ১০৪৫৫)

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ