যাকাতের নিসাব

নিসাবের বিবরণ

* স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক  হাদীস ৭০৭৭, ৭০৮২  | 

আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।

* রুপার ক্ষেত্রে নিসাব হল দুইশত দিরহাম। -সহীহ বুখারী, হাদীস ১৪৪৭; সহীহ মুসলিম, হাদীস ৯৭৯

আধুনিক হিসাবে সাড়ে বায়ান্ন তোলা। এ পরিমাণ সোনা-রুপা থাকলে যাকাত দিতে হবে।

*      প্রয়োজনের উদ্ধৃত টাকা-পয়সা বা বাণিজ্য-দ্রব্যের মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হয় তাহলে যাকাতের নিসাব পূর্ণ হয়েছে ধরা হবে এবং এর যাকাত দিতে হবে।-মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৬৭৯৭,৬৮৫১; মুসান্নাফে ইবনে

আবী শায়বা হাদীস ৯৯৩৭

* যদি সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্য-দ্রব্য- এগুলোর কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এ পরিমাণ রয়েছে, যা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে।-মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৬৬,৭০৮১; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৩৯৩|

বর্তমান বাজারদর হিসেবে যাকাতের নিসাব:-

আজ (২০-০৩-২৪ বুধবার ) অনুযায়ী,

১৮ ক্যারেট স্বর্ণের দাম ৯২,০০০/ টাকায় সাড়ে সাত ভরি স্বর্ণের দাম ৬,৯০,০০০/ টাকা আসে।

২১ ক্যারেট স্বর্ণের দাম ১,০০০০০/ টাকায় সাড়ে সাত ভরি স্বর্ণের দাম ৭,৫০,০০০/ টাকা আসে।

২২ ক্যারেট স্বর্ণের দাম ১,১২,০০০/ টাকায় সাড়ে সাত ভারি স্বর্ণের দাম ৮,৪০,০০০/ টাকা আসে।

আর রুপার ভরি ১,৩০০/ টাকায় সাড়ে বায়ান্ন ভরি রুপার দাম ৬৮,২৫০/ টাকা আসে।

তাই যাদের কাছে এই স্বর্ণ ও রুপা বা তার সমপরিমাণ অর্থ থাকবে, বছরান্তে তাদের জন্য যাকাত প্রাদন করতে হবে। আল্লাহ তায়ালা আমাদের যাদের উপর যাকাত ফরজ করেছেন তাদেরকে নিসাব হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমিন।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ