ভবিষ্যৎকালীন শব্দ দ্বারা তালাক কার্যকর হওয়ার বিধান
প্রশ্ন : পত্রের প্রথমে আমার সালাম ও শ্রদ্ধা গ্রহণ করবেন। বিবাহ হওয়ার পর থেকে পারিবারিক সমস্যার কারণে বাপের বাড়িতে ছিলাম। আমার স্বামী চাকুরি করতেন। রোজগার তেমন ছিল না। মাসে দুই তিন বার বাড়িতে আসতেন। এভাবে তো সংসার চলে না। আমাদের একজন পরিচিত লোক ছিল। তাকে বলেছিলাম, একটা স্কুলের দপ্তরির চাকুরি খুঁজে দেওয়ার জন্য। তিনি চাকুরি খুঁজে দিয়েছেন। সেই স্কুলটি গার্লস স্কুল। সেই খানে একজন মহিলা দপ্তরির প্রয়োজন। তখন, আমি স্বামীকে বললাম যে, ওখানে শুধু মহিলা দপ্তরি নেওয়া হয়, পুরুষ নেওয়া হয় না। তখন আমার স্বামী আমাকে অনুমতি দিয়েছেন চাকুরিটা করার জন্য। চাকুরিটা হওয়ার জন্য তিন লক্ষ টাকা আমার বাপের বাড়ি থেকে এনে জমা দিয়েছি। এখন আমার স্বামী বলছে বিদেশে যাওয়ার জন্য। এখন আমার চাকরির জন্য আমার বাবার কাছে কিছু টাকা ছিল আর বাকি টাকা ঋণ করে জমা দেওয়া হয়েছে। এখন আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছেন। এত টাকা আমার বাপের বাড়ি থেকে দেওয়া সম্ভব নয়। এ কথা বলার পর সে আমাকে বলেছে চাকুরি করতে দিবে না। আরও বলেছে যে, তার অনুমতি ছাড়া যদি আমি চাকুরি করি, তাহলে সে আমাকে বিনা তালাকে তালাক দিয়ে দিবে। এখন আমি তার ওই নির্দেশ মেনে চাকুরিটা ছেড়ে দিতাম, যদি তার নিকট পরিবারের ব্যায়ভার বহন করার মত অর্থ-সম্পদ থাকত। এখন যেহেতু চাকুরির জন্য টাকা জমা দিয়েছি, তাই চাকুরিটা আমার করতেই হচ্ছে। কারণ আমার দু’টি ছেলে আছে, তাই আমি চাকুরিটা করতে চাই। আমার স্বামী আমাকে অনুমতি দিবে না। এখন আমি যদি স্বামীর অনুমতি ছাড়া স্কুলে যাই, তাহলে কি আমার উপর তালাক কার্যকর হয়ে যাবে? ইসলামী শরীয়া মুতাবিক সঠিক সিদ্ধান্ত জানানোর অনুরোধ করছি।
উত্তর : “তালাক দিয়ে দিবে” কথাটি ভবিষ্যৎকালীন শব্দ, এর দ্বারা তালাক হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি স্বামীর অনুমতি ছাড়া স্কুলে চাকরি করলে আপনার উপর তালাক কার্যকর হবে না।
উল্লেখ্য যে, একজন আদর্শ স্ত্রীর জন্য আবশ্যক হলো: সর্বদা স্বামীর আনুগত্য করা। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য ঘরের বাহিরে যাওয়া জায়েয নয়। তবে স্বামী যদি স্ত্রী-সন্তানদের হক আদায় না করে এবং স্ত্রীর চাকুরি করা ছাড়া জীবিকা উপার্জনের কোনো উপায় না থাকে, তাহলে স্ত্রী পর্দা ইত্যাদি শরীয়তের নীতিমালা অনুসরণ করে চাকুরি করতে পারবে। আর স্বামীর জন্য স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করা অন্যায়। তাই স্ত্রীর সাথে স্বামী এধরনের আচরণ করবে না। বরং এক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদের সম্পর্ককে অটুট রাখবে।
الأدلة :
1/443 الفتاوى الخانية : فصل في حقوق الزوجة *
(دار الكتب ديوبند)
ليس للمرأة أن تخرج بغير اذن الزوج
ا*الفتاوى الهندية : الفصل السابع في الطلاق بالألفاظ الفارسية 1/384
(دار الكتب ديوبند)
فقال الزوج طلاق ميكنم طلاق ميكنم، وكرر ثلاثا طلقت ثلاثا بخلاف قوله كنم لأنه استقبال فلم يكن تحقيقا بالتشكيل
*আলবাহরুর রায়িক পৃ: ৩/৩১৪ * তাবয়িনুল হাকায়িক পৃ: ৩/৮৮ * আহসানুল ফাতাওয়া পৃ:৫/১৪৮
* ফাতাওয়া মাহমুদিয়া পৃ: ২৯/৪৮ * আপকে মাসায়িল আওর উনকা হল পৃ: ৬/৬৪৭* কিতাবুল ফাতাওয়া পৃ: ৯/৩২৫, * শরহে মুখতাসারুত তহাবী পৃ: ৫/৭৫,* ফাতহুল কাদীর পৃ: ৩/৪১৫, * আদ দুররুল মুখতার পৃ: ৪/৫৪৭, * আন নাহরুল ফায়িক পৃ: ২/৩৬৮, * ইমদাদুল আহকাম পৃ: ২/৩৮৫, * সআযিযুল ফাতাওয়া পৃ: ৪৭৮,
* ফাতাওয়া মাহমুদিয়া পৃ: ১৮/৯২, * ফাতাওয়া উসমানি পৃ: ২/৩৪৫, * কিতাবুল ফাতাওয়া পৃ: ৯/২৬৯।