তেনজিংয়ের পোশাকগুলো যে কারণে একটু অন্য রকম

শেয়ার করুন

নকশা আর রঙের বৈচিত্র্যে ভরা নতুন এই সংগ্রহের পুরোটাই নারীদের জন্য। ডিজাইনার তেনজিং চাকমা বলেন, ‘সাধারণত বিভিন্ন মৌসুমেই নতুন পোশাকের কালেকশন আনি। এবার সামার কালেকশনের সঙ্গে ঈদ, বৈশাখ, বিজুর মতো এতগুলো আয়োজন থাকায় পরিসর কিছুটা বাড়াতে হয়েছে। সংগ্রহটি বাজারে আনতে প্রায় এক বছর পরিকল্পনা করেছি। অন্য পোশাকের নিয়মিত সংগ্রহের পাশাপাশি এই নকশাগুলো নিয়ে কাজ করেছি।’মোট তিনটি রঙের ওপর ভিত্তি করে এবারের সংগ্রহ সাজিয়েছেন তেনজিং চাকমা। এর মধ্যে আছে সাদা, কালো ও হলুদ। তেনজিং চাকমার সংগ্রহ মানেই রঙিন, এবারও সেই ধারা বজায় আছে। টাঙ্গাইল, মণিপুরি কাপড় ও কোমরতাঁতের ওপরে এই পোশাকগুলো তৈরি করেছেন তিনি। কুর্তি স্টাইলের পোশাক ছাড়াও ফ্রক কাটের লম্বা ড্রেস মিলবে এবারের সংগ্রহে। আর আছে ক্রপ টপ। স্কার্টের মতো দেখতে বিশেষ একধরনের প্যান্ট ও পায়জামার নকশাও করেছেন। তেনজিং চাকমা বলেন, ‘শিশুদের পোশাক থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রপ টপের নকশাগুলো করেছি। গরমে আরামের সঙ্গে স্টাইলও ঠিক থাকবে এই পোশাকে।’

প্রজাপতি, বুনো ফুল আর জ্যামিতিক মোটিফ দিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহগুলো। রাঙামাটিতে অবস্থিত ডিজাইনারের স্টুডিও থেকে পোশাকগুলো সরাসরি কেনা যাবে। অনলাইনে ফরমাশ করেও কেনা যাবে। ফেসবুকে ‘সজপদর’ নামে ডিজাইনারের পেজে ফরমাশ করতে পারবেন।