সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব

শেয়ার করুন

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠা উৎসব ১৪৩০ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি।

সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, সাতকানিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ, উপজেলা আনসার ভিডিপি অফিসার কহিনূর আক্তার প্রমুখ।

বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণিপেশার নারী-পুরুষ পিঠা উৎসবে এসে স্টলগুলোতে পিঠা কিনে বাড়ি-ঘরে নিয়ে যায়।