- Online News Portal Design Bangladesh - https://facfltd.com/portaldemo-9 -

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন উপদেষ্টা আসিফ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছে বাংলাদেশ। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনূর্ধ্ব-২০ সাফে এটাই বাংলাদেশের যুবাদের প্রথম শিরোপা। বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে যুবারা।

বাংলাদেশ দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেছেন,‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।