- Online News Portal Design Bangladesh - https://facfltd.com/portaldemo-9 -

কাজী নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। এটি আজ রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে।

নজরুলের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল।

এ গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে।

নাটকটিতে অভিনয় করেছেন, রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।