
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখের বেশি টাকা ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব।
চাঁদাবাজেরা রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে বলছে র্যাব। গাড়িচালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের গাড়ি ভাঙচুর, মারধর করাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছে র্যাব।