
আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হন, তাহলে গত এক সপ্তাহে আম্বানির ছেলের বিয়ে বিষয়ক কোনও খবর আপনার চোখে পড়েনি, সেটি প্রায় অসম্ভব ব্যাপার।
কারণ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই এখন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানের রাজকীয় আয়োজন নিয়ে আলোচনা চলছে।
মি. আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও হবু পুত্রবধু রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান হয় ভারতের গুজরাটের জামনগরে। পহেলা মার্চ থেকে তেসরা মার্চ, টানা তিন ধরে এই অনুষ্ঠান চলে।
রাধিকা মার্চেন্ট হলো বিজনেস টাইকুন বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়া রাধিকা তার শাশুড়ি নীতা আম্বানির মতো একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী।