দুদকের তদন্তের মধ্যেই দ্রুত অর্থছাড়ের তোড়জোড়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৪টি লিফট স্থাপনে দুর্নীতি-অনিয়ম নিয়ে হাইকোর্টের তদন্তের নির্দেশের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত টাকা পরিশোধে তোড়জোড় শুরু হয়েছে। লিফট হস্তান্তরের আগেই এমন তৎপরতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত শুরু করেছে। 

এর আগে আলোচিত এই লিফটকাণ্ড সংক্রান্ত রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করে দুদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত