হিন্দি সিনেমায় তিন দশক কাটিয়ে দিলেও সে অর্থে শাহরুখ খানকে নিয়ে গুঞ্জন রটেনি। তবে একটি ঘটনা ব্যতিক্রম। প্রায়ই শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি প্রেম করতেন শাহরুখ খান! ‘ডন টু’ সিনেমার শুটিং সেটে দুজনের মধ্যে নাকি মন দেওয়া-নেওয়া হয়েছিল। ঘটনা কি আসলেই সত্যি?
এবার ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিবেক ভাসওয়ানি। ১৯৯২ সালে ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ সিনেমায় শাহরুখকে সুযোগ করে দেন তাঁর এই বন্ধু। শাহরুখের বিপরীতে তখন অভিনয় করেন সে সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। এবার শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন নিয়েও কথা বললেন বিবেক।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বিবেক। সেখানেই উঠে আসে শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জনের বিষয়টি। বিবেককে প্রশ্ন করা হয়, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্ক আছে কি না?
উত্তরে পরিচালক বলেন, ‘বড় তারকা হিসেবে শাহরুখের নামে এসব কিছু লেখা হয়। যা একেবারেই সত্য নয়। আমি জানি না, এই গুঞ্জন কীভাবে ছড়িয়েছে।