
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে মো. হারুন (৪৫) নামের ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. হারুন চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবুল খায়েরের (৫০) প্রধান সহযোগী। একই মামলার প্রধান আসামি আবুল খায়েরকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। হারুন মামলার ২ নম্বর আসামি। এ নিয়ে মা–মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার অপর আসামি হলেন মো. মেহেরাজ (৪৮)। তিনি ইতিমধ্যে দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।