
আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ
উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে আলু, ডিম, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্যসচিবকে এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।
‘নির্বিকার কর্তৃপক্ষ, পণ্য কিনে ঠকছেন ভোক্তা: আলুর কেজি এক লাফে বাড়ল ১৫ টাকা’ শিরোনামে গত ২৬ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে আলু, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি বিপণন আইনের ৪(ছ) বিধান বাস্তবায়ন করে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার অবকাঠামো স্থাপনে নিষ্ক্রিয়তা নিয়ে গত ডিসেম্বরে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।