
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
অন্যদিকে জেলার ফুলতলা উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা চলাকালে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এ হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, আগামী সোমবার (১৭ জুলাই) ডাকবাংলা সোনালী
ব্যাংক চত্বরে হবে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ। এই সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীর খানজাহান আলী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট পুলিশ বক্স এলাকায় হামলার শিকার হয় নজরুল ইসলাম মঞ্জুর গাড়ি। ভাঙচুরের খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা এগিয়ে আসেন। এ সময় পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পিছু হটে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে এক যুবদল কর্মীকে আটক করে। পরে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যোগ দেন নজরুল ইসলাম মঞ্জু।
এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে বিকেলে ফুলতলা বাজারে একটি কিন্ডারগার্টেনে বিএনপির সভা চলাচালে পুলিশ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
দুই নেতা বলেন, পুলিশের অতর্কিত লাঠিপেটায় মারাত্মক আহত হয়েছেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, আনোয়ার হোসেন বাবুসহ ২০ থেকে ২৫ জন। এছাড়া দলীয় কর্মসূচিতে অংশ না নিতে বিভিন্ন স্থানে অতিউৎসাহী পুলিশ বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তবে ফুলতলা থানার ওসি বলেন, বিএনপির সভায় হামলার কোনো ঘটনা ঘটেনি। রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই, ফুলতলা মডেল কিন্ডারগার্টেনে অন্ধকারের মধ্যে কিছু লোক জড়ো হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে কোনো হামলা চালানো হয়নি।