৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

লায়ন্স ক্লাব অব চটিাগাং পারিজাত এলটি এর উদ্যোগে চক্ষু ক্যাম্প সম্পন্ন

হাটহাজারী উপজেলারর নন্দীরহাটের সাহাজীপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির প্রাঙ্গনে ৩১ ডিসেম্বের দিনব্যাপী এক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং ১০জন রোগীর চোখের অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়। ক্যাম্পে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, ডা নিজাম র্মোশেদ চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট জামাল উদ্দীন,, আবেদা বেগম, রিজিওন, স্বপন কুমার বিশ্বাস, সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব পারিজাত এলিটে আইপিপি লিও খাবির উদ্দীন প্রভাত, মোঃ মামুন, সাজ্জাদ।-প্রেস বিজ্ঞপ্তি