২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

ইডেন স্কুল দ্বৈত ব্যাডমিন্টনটূর্ণামেন্টেরপ্রস্তুতিসভা

ইডেনইংলিশ স্কুল দ্বৈত ব্যাডমিন্টন টূর্ণামেন্ট-২০২২ইং এর প্রস্তুতি সভা নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইডেন ইংলিশ স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ মাহমুদ, ১৪ নংশিকারপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক। এতে আরও উপস্থিত ছিলেন দি-বিল্ডার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইব্রাহিম, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম, সিজেকে এস সদস্য তৌহিদ হোসেন, বাবুনী স্পোটর্স এক্সপ্রেসএরসদস্য মোহাম্মদ ওসমানগণি, শাহা ব্যাডমিন্টন ক্লাব এর সদস্য মোহাম্মদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়াবিদ সৈয়দ সোহেল উদ্দিন। এতে ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সদস্য মোহাম্মদ হানিফ জাবেদ, মনিরুজ্জমান, আইয়ুব আলী, ফাইয়াজ, আরাফসহ বিভিন্ন ব্যবসায়ি, শিক্ষানুরাগী ও ক্রীড়াবৃন্দগণ উপস্থিত ছিলেন।