লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ার মাটি ও মানুষের পরম বন্ধু ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি ১৯৬২ সালের ২ মে উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দরবেশ হাট সংলগ্ন সওদাগর পাড়ার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আশরাফ মিয়া সওদাগর।
শৈশবকাল পেরিয়ে যৌবনকালে উপনীত হলে তিনি ব্যবসা-বাণিজ্যের সহিত জড়িত হন। পরে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করে মেম্বার পদে নির্বাচিত হন। এরপর জনপ্রিয়তায় তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরে দূর্দান্ত সাহস ও সততার কারণে তিনি বর্তমানসহ দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ভাগ্যের নির্মম পরিহাস তাঁর কর্মময় জীবনের সোনালী অধ্যায় নেমে এসে কিডনী রোগের কালো থাবা। রোগ-শোক যন্ত্রনায় কাতর হয়ে অবশেষে তিনি দেশে চিকিৎসা গ্রহণের পর ভরতের একটি হাসপাতালে চলে যান।
ওখানে চিকিৎসা গ্রহণের পর অবশেষে তাঁর একটি কিডনী প্রতিস্থাপন করা হয়। কিছুদিন পর তিনি দেশে ফিরে এসে তাঁর দাপ্তরিক কর্ম-কান্ড চালাতে থাকেন। এর মধ্যে রোগ-যন্ত্রণায় তিনি কাতর হলে পূর্ণরায় চিকিৎসকের শরণাপন্ন হন। প্রথমে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় পরবর্তীতে চিকিৎসা গ্রহণের জন্য ভারতে চলে যান। ওইখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা জন্য চলতি মাসের প্রথমার্ধে মালয়েশিয়ায় গিয়ে একটি হাসপাতালে ভর্তি হন।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমাণিক সাড়ে ৯ টায় মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ ওইখান থেকে ঢাকা হয়ে ২৫ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এইদিন বিকেল ৪ টায় নামাজে জানাযার সময় ধার্য্য ছিল। কিন্তু বাদ যোহর থেকে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়সহ দূর-দূরান্তের অসংখ্য শোকাহত জনতার ভীড় জমতে থাকে। মনে হয়েছিল ওই সময় শোকাহত জনতার অশ্রু বন্যায় পুরো স্থানটি প্লাবিত হয়ে যাচ্ছিল। তাঁর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি। এছাড়া হাজার হাজার সাধারণ জনগণ বাদে ও লোহাগাড়া -সাতকানিয়া উপজেলার অসংখ্য রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্বা, বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন উপজেলার চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতি করেন লোহাগাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওসমান গণী। পরে শোকাহত জনতার অশ্রু সিক্ত মুহূর্তে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আবদুল মোতালেব সিআইপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন প্রমুখ।
