নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফঃ উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকূল এলাকায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের
উপর হামলার ঘটনার সহিত নেতৃত্বদানকারী ও অন্যান্য জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে এলাকার সর্ব শ্রেণীর মানুষের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বিকেলে উক্ত মানববন্ধব অনুষ্ঠিত হয়
ফরিয়াদিকূলের রাবার ড্যাম এলাকায়। মানববন্ধনে এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন পদুয়ার আওয়ামী নেতা যথাক্রমে আমির হোসেন মিয়া, মোঃ শোয়াইব, মোঃ নোমান, মোঃ জমির, মোঃ জাফর, ছাত্রলীগ নেতা মোঃ অভি, যুবলীগ নেতা মোঃ
ইসমাইল, মোঃ নাজিম উদ্দিন, নুরুল কবির, হুসাইব, জিয়াবুল হক, আহমদ হোসেন , রুশু আক্তার,রুশনী আক্তার, ফরিদা বেগম, মিনু মলঙ্কর দাশ প্রমুখ।
বক্তারা বলেন, আরিফের উপর হামলাকারীরা এলাকার জঘন্যতম ত্রাস ও সন্ত্রাসী। তারা
এলাকায় সব সময় ত্রাস ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে আসছে এবং যুব সমাজকে বিপদগামী করছে। এলাকার শান্তি-শৃক্সখলা পরিস্থিতি রক্ষার স্বার্থে অনতিবিলম্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনের
আওতায় নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে আরিফের মতো আরো অনেকেই এ ধরণের হামলার শিকার হবে বলে বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ্য করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রæয়ারী রাত আনুমাণিক সোয়া ৮ টায় পদুয়া বাজার হতে ফরিয়াদিকূল এলাকায় নিজ বাড়ি ফেরার পথে হত্যার উদ্দেশ্যে দূর্বৃত্তরা তাঁর উপর হামলা চালায়। এ’ব্যাপারে আহত আরিফুল ইসলামের মাতা শাহিনা আক্তার এজাহার নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের কথা উল্লেখ করে একখানা অভিযোগ পত্র দায়ের করেন। উক্ত অভিযোগ পত্র থানায় নিয়মিত মামলায় রুজু হয়। ঘটনার দিন রাত্রেই পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেন। সে এজাহার নামীয় আসামী।
