১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

না ফেরার দেশে চলে গেলেন লোহাগাড়ার জনপ্রিয় ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান বাবুল

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল আর নেই। তিনি গত ২৩ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সাড়ে ৯ টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল
করেছেন (ইন্নে… রাজেউন)। তিনি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দরবেশ হাট সংলগ্ন সওদাগর পাড়ার বিশিষ্ঠ ব্যবসায়ী মরহুম আশরাফ মিয়ার পুত্র। কিডনী রোগে আক্রান্ত হওয়ার পর গত বছর ভারতের একটি হাসপাতালে একটি কিডনী প্রতিস্থাপন করা হয়েছিল। সুস্থ হওয়ার পর
তিনি দেশে ফিরে এসে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। পরবর্তীতে তিনি পুণরায় অসুস্থ হয়ে পড়লে ঢাকায় একটি হাসপাতালে
ভর্তি হন। পরে ভারতের একটি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। অবস্থার ক্রমশঃ অবনতি ঘটলে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার
একটি হাসপাতালে নিয়ে যান। ওইখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। উপজেলা চেয়ারম্যান পদে তিনি দু’বার নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। মরদেহ দেশের গ্রামের বাড়িতে আনার পর নামাজে জানাযা শেষে তাঁকে
পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম.এম.আহমদ মনির ও অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন
এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।