১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার বসন্তকাল

লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফ ঃ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ২০ ফেব্রুয়ারী উপজেলা মিলনায়তনে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে সাংসদ এম.এ.মোতালেব সিআইপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফ, উপজেলা নির্বাচন অফিসার আবদুস শুক্কুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ শাহজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাহাব উদ্দীন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জনস্বার্থে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এলাকার উন্নয়নের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী কর্তৃত ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, জনগণের সেবক হিসেবে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। যে কারণে তিনি তাঁর নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যেতে অঙ্গীকার বদ্ধ। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।