১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিতেবেদক লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানার এএসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ৩ জন পলাতক আসামীকে আটক করেন। আটককৃতরা হল যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার মোঃ লতিফ-এর পুত্র ও মরআলী। সে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী। অপরজন হল পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ৮ নংওয়ার্ডের মোঃ লিয়াকত। সে ওই এলাকার গুনু মিয়ার পুত্র। সে সিআর মামলার ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী। তৃতীয়জন হল জেসমিন আক্তার। সে উক্ত এলাকার মোঃ লিয়াকতের স্ত্রী এবং সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানিয়েছেন।