লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার আধুনগর ইউনিয়নের খানের হাটস্থ ফার্ণিচার মার্কেট এলাকায় একটি দোকানের সামনে হতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারী আনুমাণিক ১০ টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খরব দিলে পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজির উদ্দীন। তিনি বলেন, লোকটির মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক। প্রতিদিন সে প্রায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইতো এবং রাত্রে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ত ও সকালে চলে যেতো। তবে,লোকটির বাড়ি কোথায় এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি। থানার অফিসার ইনচাজ মোঃ রাশেদুল ইসলামের সহিত আলাপ করলে তিনি জানান, উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করেন। পরে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং লাশের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
