২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

খাগড়াছড়িতে পার্কি, সড়ক ও ফুটপাত দখল মুক্তকরণ অভিযান শুরু

খাগড়াছড়ি থেকে তমাল দাশ : অবৈধ গাড়ি চালনা, পার্কি, সড়ক ও ফুটপাত দখল মুক্তকরণ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সোমবার সকালে জেলা শহরের মাস্টারপাড়া মোড়ে আকস্মিক অভিযানে বেশ কয়েকটি যানবাহন, ট্রাক্টর, ইজিবাইক ও মটর সাইকেলের বিরুদ্ধে জরিমানা ও মামলা দেয়া হয়।
একই সময়ে শহরের শাপলা চত্বরে অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ছাড়াও অবৈধ পার্কিং অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এসময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও সদর থানার ওসি মো: তানভির হাসান অভিযানে নেতৃত্ব দেন।
শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার ও বাস টার্মিনালসহ সব গুরুত্বপূর্ণ স্থানে আগামী এক সপ্তাহজুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব। এর বাইরে নিয়মিত রুটিন অভিযান অব্যাহত থাকবে।