১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি করায় ২ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলা পদুয়া ইউনিয়নস্থ পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় মাঠের পাশের্^ অবৈধভাবে কাভার্ডভানের মাধ্যমে গ্যাস বিক্রি করায় এক ব্যাবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩১ জানুয়ারী বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। অভিযানকালে সাথে ছিলেন থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উল্লেখিত সময়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ভাসমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোটেক্সিতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি করায় বাবুল কান্তি নাথ নামে এক ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কাভার্ডভ্যানের ভেতরে থাকা গ্যাসগুলো অবমুক্ত করে দেয়া হয়। অবৈধভাবে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।