১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

খাগড়াছড়িতে যুবকদের সচেতনতার জন্য নাগরিক  প্লাটফর্ম গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি থেকে তমাল দাশ লিটন  : খাগড়াছড়িতে যুবকদের সচেতনার বৃদ্ধির জন্য নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত।মঙ্গলবার সকালে  স্থানীয় উন্নয়ন সংস্থার তৃণমূলের আস্থা প্রকল্পের উদ্যোগে তৃণমূল উন্নয়ন সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তৃণমূলের আস্থা প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ প্রকল্প মূলত সরকারের ভিশন ৪১ বাস্তবায়নের জন্য ২০১৭ সালের জাতীয় যুবনীতির আলোকে  স্থানীয় যুবকদের নিয়ে কাজ করছে। যুবকরা যাতে মাদকাসক্তসহ বিভিন্ন অসামাজিক কাজে না জড়িয়ে বিপদগামী না হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য সঠিক পথে পরিচালিত হয় । 

এ প্রকল্প সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের ব্যবস্থাপনায় খাগড়াছড়িতে বাস্তবায়ন করছে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমূল।

এ সভায় জেলার বিভিন্ন উপজেলার  অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালকরা অংশ গ্রহন করেন।