১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

স্থানীয় সরকার নির্বাচন : জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু ১ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন ঘোষিত সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের শূন্যপদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় প্রার্থীদের মধ্যে ১ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার বাদে) পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণ চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বনানীর চেয়ারম্যান কার্যালয়ের দপ্তর থেকে মনোনয়ন ফরম গ্রহণের অনুরোধ জানিয়েছে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।