১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

দীঘিনালায়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও ৮ম অলিম্পিয়াড ২০২৪ উদ্বোধন

খাগড়াছড়ি থেকে  তমাল দাশ লিটন : দীঘিনালায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন  করা হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্বাবধানে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফাকামাল, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।

উপজেলা প্রাথমিক রিসোর্ট অফিসার মাঈন উদ্দীনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মোট  ১২ টি স্কুল অংশগ্রহণ করে।