১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

জেএমসেন হলে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব ২৫-২৬ জানুয়ারি

যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচী আগামী ২৫ ও ২৬ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএমসেন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-গুরুপূজা, মঙ্গলারতি, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখ- প্রদীপ প্রজ¦লন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, সহ¯্র কন্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সদস্যদের মিলন মেলা, সমাজসেবা কার্যক্রম, শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দীক্ষাদান অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন, সম্মাননা স্মারক প্রদানহ দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিতব্য আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।