নিজস্ব প্রতিবেদক : নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী বলেছেন বাংলাদেশের প্রবাসীরা যে রেমিট্যান্স পাঠাচ্ছে তা দেশের হাজার হাজার কোটি টাকার প্রকল্প গুলোয় অবদান রাখছে। তবে প্রত্যেক প্রবাসীরা যদি কারিগরি শিক্ষা নিয়ে প্রবাসে যায় তারা দ্রুত স্বাবলম্বী হতে পারে। কষ্ট এবং নিজের শ্রমে সিআইপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল হক। তার জন্য আমরা পৌরবাসী গর্বিত।
নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে পূর্ব ফরহাদাবাদে আয়োজিত ওমান মাস্কাটের আবু আলী ট্রেডিংয়ের কর্ণধার, বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান এর ক্রিড়া সম্পাদক, মোহাম্মদ সিরাজুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক, CIP (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি) নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ জানুয়ারি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার নুর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী। উদ্ভোধক ছিলেন, নুর কাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মাওলানা মোঃ কামাল উদ্দিন।
কাউন্সিলর মোহামম্মদ সোলেমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নুর কাজী হালিমিয়া মহিলা মাত্রাসার সুপার মাওঃ মুহাম্মদ শহীদুল্লাহ, বখতপুর দায়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বটন কুমার দে, নুর আহাম্মদ ইঞ্জিঃ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মোঃ মফিজুল আলম, ফরহাদাবাদ নুর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক পিংকু চক্রবর্ত্তী।
ডাক্তার মোহাম্মদ বাহাদুর শাহ ও মওলানা নুরুল আলমের যৌথসঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কে ডি এম শাহনেওয়াজ, মৌলানা ইব্রাহিম, কাজী রাসেল, মৌলানা মোতাহের উদ্দিন, মওলানা মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ আকরাম, আলি নেওয়াজ প্রমুখ।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ সিরাজুল হক বলেন, আসি যখন প্রথম বিদেশ গিয়েছিলাম তখন আমি সিআইপি ছিলামনা। আমার কর্মগুণে বাংলাদেশ সরকার আমাকে সিআইপি নির্বাচিত করেছেন
