চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টলবীর এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী আমাদের চেতনার বাতিঘর। কর্মে-সৃজনে মানুষ গড়ার কারিগর। পঁচাত্তরের ১৫ আগষ্টের পর কালিরাত্রীর কালো বন্যায় আমরা যখন ডুবে গিয়েছিলাম তখন আমাদের তুলে ধরেছেনচট্টলবীর আলহাজ¦ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন ভাইয়ের মৃত্যুবার্ষীকিতে তাকে দৃঢ় বিশ^াস থেকে বলছি তিনি সময়ের সাহসী সন্তান। আমাদের সকল শুভযাত্রায় মহিউদ্দিন ভাইকে স্পর্শ করি, তিনি মৃত্যুহীন চিরঞ্জীব।
তিনি আরো বলেন, চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী কেন্দ্রীয় নেতার পদ পদবী গ্রহণ না করে চট্টগ্রামের জনদরদী, চট্টগ্রামের স্বার্থকেই তিনি আমৃত্যু রক্ষা করেছেন। চট্টগ্রাম বন্দর বাচানো, কর্ণফুলী বাচানো সহ বিদেশী অপশক্তির কালোঁ থাবা থেকে প্রিয় নগরকে সুরক্ষায় আমৃত্যু সোচ্ছার ছিলেন। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. বলেন, আমি স্বপ্ন দেখি এবং দেখাতে চাই, জ্ঞানে-বিজ্ঞানে প্রযুক্তিতে এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ জেগে উঠেছে, জেগে উঠবে। আমাদের হারানোর কিছু নাই, জয় করবার মত আছে সমগ্র বিশ^। লাল সবুজের পতাকা বিশ^ জয়ের কেতন হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা সারাদেশে স্বাধীনতার অবিনাশী চেতনার অগ্নিস্ফুল্ এই শুভ্র আলো আমাদের জ্ঞানে বিজ্ঞানে মননে মেধায় উন্নত সমৃদ্ধ বাঙালি জাতিগঠিত হবে। স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ শুধু চট্টগ্রাম স্টেডিয়াম নয় টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে পড়েছে। উনিশ শত একানব্বই সালে বিজয় র্যালীতে আমরা সহযোদ্ধারা মহিউদ্দিন ভাইকে সামনে রেখে “জয় বাংলা” স্লোগান দিয়েছি। সেসময় “জয় বাংলা” প্রকাশ্যে বলা যেতো না। আজ “জয় বাংলা”এমন একটি হৃদয় স্পন্দিত ধ্বনি।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা বাবু পান্টু লাল সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বাবু চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিয়া উদ্দিন,নগর শ্রমিকলীগের আবুল হোসেন আবু, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, কেন্দ্রিয় ছাত্রলীগের ফৌজিয়া নিজাম তামান্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
