জাতীয় নির্বাচন এলে
দেশে ষড়যন্ত্র শুরু হয়।
খাগড়াছড়ির সদরের গোলাবাড়ী ইউনিয়নে পথসভায় নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তমাল দাশ লিটন খাগড়াছড়ি প্রতিনিধি :
প্রতিবার জাতীয় সংসদ নির্বাচন এলে একটি মহল স্বড়যন্ত্র শুরু করে। স্বাধীনতা যুদ্ধে বড় বড় মেধাবীদের হত্যা করেছে। পাকিস্তানের দোসর জামায়াত, বিএনপি ৭১সালের মতো আবার ও হাত দেশে অরাজকতা সৃষ্টি করছে। সে সময়ে দুষ্ট চক্র তাদের পক্ষে কাজ করছে। আজ ও দেশের বিরুদ্ধে তারা নানা ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে আগুনে পুড়ে মানুষ মারছে,সাংবাদিক নির্যাতন করছে, পুলিশ পিটিয়ে মারছে, রেল লাইনে আগুন, দিচ্ছে,পাটাতন উপড়ে ফেলছেন।কাদের ইন্ধনে করছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের অনেক ক্ষতি হয়েছে। সে ক্ষতি আর হতে দেওয়া যাবেনা। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির সময়ে ও তারা বিরোধিতা করছে লংমার্চ করেছে। সেসময় ও তারা সফল হতে পারেনি। তারা পাহাড়ে বাঙালি পাহাড়ীদের শুধু ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে।
আমরা শান্তি, সম্প্রীতি,উন্নয়ন চাই। খাগড়াছড়ির সদরের গোলাবাড়ি ইউনিয়নে মঙ্গলবার বিকেলে পথসভায় ২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ও সকল অংগ সংগঠনের আয়োজনে পথসভায় এসব কথা বলেন। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানরঞ্জন ত্রিপুরা। উক্ত নির্বাচনী পথসভায় নৌকা মার্কার প্রার্থী আরও বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভাতা বাড়ে, ভবিষ্যতে সরকার ক্ষমতায় এলে বেকার ভাতা দিবে। পাহাড়ের উন্নয়ন হয়েছে। ভবিষ্যৎতে এউন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে খাগড়াছড়ি আসনটি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম , সহ- সভাপতি মনির হোসেন খান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, এছাড়া জেলা, উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
