১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ। গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমাণিক পৌণে ১০ টায় উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন জেলা ডিবির এসআই একতিয়ার উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে। গ্রেফতারকৃত আসামীর নাম লুৎফুর রহমান রাসেল। সে চুনতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতঘর এলাকার পূর্ব পাড়ার নুরুল ইসলাম জনুর পুত্র।
সূত্রে প্রকাশ, ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত আসামী লুৎপুর রহমান রাসেলকে দন্ডবিধি আইনে ৩২৬ ধারা মতে ৭ বছরের সাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত আরো ১ বছরের কারাদন্ড দেয়া হয়। একই বছর রাসেল ২১ মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। এরপর আসামী জেলা দায়রা জজ আদালতে মামলাটি আপিল করেন। তাতে সে জামিনে মুক্তিলাভ করে। ৩য় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে উক্ত আপিল মামলা নং ৪১৪/১৭-এর শুনানী শেষে বিজ্ঞ আদালত এ বছরের ৯ জুলাই পূর্বের সাজা বহাল রাখেন। এরপর থেকে সাজাপ্রাপ্ত রাসেল আত্মগোপন করে গা ঢাকা দেয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে জেলা ডিবি পুলিশের অভিযানে সে গ্রেফতার হয়।