২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

লোহাগাড়া মোটর ষ্টেশনের যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের দিক-নির্দেশনা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশন। এ ষ্টেশনে প্রতিনিয়ত যানজটের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখী বিভিন্ন শ্রেণীর যানবাহন ষ্টেশন অতিক্রমকালে দূর্ভোগের সম্মুখীন হয়। তাই মোটর ষ্টেশনের যানজট দূরিকরণে প্রাথমিকভাবে দিক-নির্দেশনা দানে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়েছে। ২৫ ডিসেম্বর (সোমবার) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। ওই সময় উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান ও লোহাগাড়া থানার পক্ষে এসআই জামাল উদ্দীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বটতলী মোটর ষ্টেশনের যানজট নিরসনে উপজেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। এ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের প্রাথমিক অভিযানে ভাসমান ব্যবসায়ী এবং সড়কের পাশের্^ দাঁড়িয়ে থাকা গাড়ি চালকদেরকে সতর্ক করে দেয়া হয়েছে এবং সড়কের প্রশস্থতা বজায় রাখতে সড়কের দু’পাশের্^ লাল পতাকা দিয়ে চিহ্নিতা করে দেয়া হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।