নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন বর্জন করুন গণতন্ত্র, ভোটাধিকার ও শোষণমুক্তির আন্দোলনে জোট বাঁধার আহবান জানিয়ে বাসদ চট্টগ্রাম জেলার লিফলেট বিতরণ করা হয় আজ সকাল ১১ নগরীর জিইসি, ২নং গেইট ও ষোলশহর এলাকায়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহবায়ক হেলাল উদ্দিন কবির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি মিরাজ উদ্দিন, সদস্য অরূপ মহাজন, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
কার্যক্রম চলাকালীন বক্তারা, এ অন্যায় জবরদস্তি, ভাগাভাগির অনৈতিক ‘ডামি’ নির্বাচন থেকে জনগণকে বিরত থাকা ও বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ অবস্থানে শামিল হয়ে জোর প্রচার কার্যক্রম চালানোর আহবান জানান, যাতে জনগণ ভোট কেন্দ্রে না যায়, ভোট বর্জন ও রুখে দাঁড়ায়।
বক্তারা নিম্নোক্ত দাবিসমূহ সকলের কাছে নিয়ে যান:
- আওয়ামী ফ্যাসিবাদী সরকার পদত্যাগ কর:
- নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাও। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার কর।
- দমন-পীড়ন, নির্যাতন, গ্রেপ্তার বন্ধ কর; গ্রেপ্তারকৃত রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাও।
- সাইবার নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল কর।
- শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, কৃষক-ছাত্র-নারীসহ সকল শ্রেণি পেশার মানুষের ন্যায্য দাবি মেনে নাও।
- ধান-আলু, সবজিসহ কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত কর।
- পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নাও, রেশনিং ব্যবস্থা চালু কর।
এসময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।