চট্টগ্রাম জেলা ও মহানগরের থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধিভুক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহের ২০২৪ সালের জন্য নবায়নের সময়সূচি সংশোধন করা হয়েছে। নবায়নবিহীন সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্ধারিত সময়ের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর আগ্নেয়াস্ত্র শাখায় আগ্নেয়াস্ত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ ডিসেম্বর ২০২৩ তারিখের ৪৪.০০.০০০০.০৭৭.২১.০২৫.২০২১.৬১৮ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক এ কার্যালয়ের ২৮ নভেম্বর ২০২৩ তারিখের ০৫.৪২.১৫০০.৫০৪.৬১.০০৭.১৮-২০-৪৬১ নং স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি সংশোধনক্রমে এ জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২৪ সাল নবায়নের কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি ২০২৪ হতে ২৮ ফেব্রæয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র শাখায় (রুম নং-২৫৪) সকাল ৯ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকার মধ্যে আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন করার এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত লাইসেন্স ধারীগণকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নির্ধারিত সময়সূচি মোতাবেক ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামে উপস্থিত হয়ে নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
ইতোমধ্যে যে সমস্ত লাইসেন্সধারী স্মার্ট লাইসেন্স কার্ড পেয়েছেন তারা অনলাইনে নবায়নের আবেদন করবেন। অনলাইনে আবেদনের পর আবেদন স্লীপসহ নবায়নের জন্য নির্ধারিত তারিখে আগ্নেয়াস্ত্র, পূর্বের লাইসেন্স এবং স্মার্ট কার্ডসহ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর কার্যালয়, আগ্নেয়াস্ত্র শাখায় হাজির হয়ে নবায়ন সম্পন্ন করবেন।
এ কার্যালয় হতে ইস্যুকৃত সকল ধরণের আগ্নেয়াস্ত্র আগামী ২৮ ফেব্রæয়ারী ২০২৪ তারিখের মধ্যে আগ্নেয়াস্ত্র শাখায় উপস্থিত হয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পাদন করার অনুরোধ জানানো হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত DIGITAL ARMS MANAGEMENT SYSTEM (DAMS) এ আগ্নেয়াস্ত্র লাইসেন্সের ডাটা এন্ট্রির জন্য নিম্নোক্ত ছক অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের আগ্নেয়াস্ত্র, মূল লাইসেন্সের তথ্যসমূহ নবায়নের সময় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের নম্বর, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের টিন নম্বর, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স নম্বর, আবেদনকারীর মোবাইল নম্বরসহ আগ্নেয়াস্ত্র লাইসেন্সর অনুলিপি, জাতীয় পরিচয় পত্র, টিন সার্টিফিকেটের অনুলিপি এবং পাসপোর্ট সাইজের ছবি প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে।
নবায়ন ফি- বন্দুক/শর্টগান/রাইফেল- ৫,০০০/- (৫ হাজার টাকা), পিস্তল/রিভলবার – ১০,০০০/- (১০ হাজার টাকা)। নবায়ন ফি জমাদানের কোড- ১-২২১১-০০০০-১৮৫৯। নবায়ন ফি’র উপর ১৫% ভ্যাট জমা দানের কোড নম্বর ১-১১৩৩-০০২৫-০৩১১ এবং নবায়ন ফি এর উপর ১০% উৎস কর/আয়কর জমা দানের কোড নম্বর ১-১১৪১-০০৪৫-০১১১।