খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার খাগড়াছড়িতে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহষ্পতিবার বিকালে ভার্চুয়ালি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
এদিকে সকালে প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় হাজারো নেতাকর্মী যোগ দেবেন বলে জানা গেছে। জনসভার জন্য মাঠে প্যান্ডেল তৈরি, সাংস্কৃতিক পরিবেশনের জন্য প্রস্তুতি চলছে।
এই দিন খাগড়াছড়িসহ সারাদেশের ৫টি জেলার সাথে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
আসন্ন নির্বাচনে ২৮নং খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
