হাটহাজারী সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওহাব ও সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন। ১৮ ডিসেম্বর তিনি আওয়ামী লীগ ও বিএনপি দলীয় দুই সাবেক নেতার কবর জেয়ারত করেন। এরপর নিজ ইউনিয়ন ফতেপুরের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সোনালী আঁশ (পাট) প্রতীকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্ধিতা করছেন তিনি।
ভিপি মো. নাজিম উদ্দিন বলেন, হাটহাজারীর মানুষ পরিবর্তন চায়। জোট-মহাজোট করে আর রেহাই পাওয়া যাবে না। গত ১৫ বছর হাটহাজারীর মানুষের কি দোষ? কি উন্নয়নটি হাটহাজারীতে হয়েছে? চট্টগ্রাম শহরের কাছে হওয়ার পরও আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। গ্রামের রাস্তাগুলো দিয়ে হাঁটা যায় না। দীর্ঘ সময় ধরে হাটহাজারীর সংসদ সদস্যের অবহেলা, জনবিচ্ছিন্নতা, জনগণের জীবনমান উন্নয়নে উদাসীনতা, তদুপরি নিজ এলাকায় সাংসদের অনুপস্থিতি এলাকার কাক্সিক্ষত উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছে।
তিনি বলেন, হাটহাজারীর মানুষ নাঙল দিয়ে আর চাষ করতে চায় না। কারণ নাঙলের মানুষ যে স্বপ্ন দেখিয়েছিল তার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি। হাটহাজারীর জনগণ এ অসহনীয় দুর্দশা থেকে মুক্তি চায়। ফরহাদাবাদ থেকে বুড়িশ্চর মানুষের মুখে মুখে পরিবর্তনের সুর। আমি জনগণের জন্য কাজ করতে চাই। আমি হাটহাজারীর সন্তান, সার্বক্ষণিক চট্টগ্রামেই থাকি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুরো চট্টগ্রামের সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সেই স্বৈরাচার এরশাদের প্রার্থীকে পরাজিত করতে হাটহাজারীর মানুষ আবারও ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ বিজয় সোনালী আঁশের (পাট) হবে। নির্ভয়ে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে যোগ্য জবাব দিন, নাঙলকে বিতাড়িত করুন।
