১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী দিয়ে মহান বিজয়দিবস পালিত

১৬ ডিসেম্বর মহান বিজয়দিবস উপলক্ষ্যে সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সে অনুযায়ী সূর্য্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৮:৩০ঘটিকায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহান বিজয় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াচার জনবীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা এর সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রামও য়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এমফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, অর্থ, প্রকৌশল), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক ,প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।