১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সনাতন ছাত্র যুব পরিষদ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির  উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। সনাতন সমাজ কল্যান কেন্দ্রীয় কমিটির নিজস্ব ভবনে সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্যের  সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক পায়েল দাশ এর উপস্থাপনায়  অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন সমাজ কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন, সনাতন ছাত্র যুব পরিষদের স্থায়ী কমিটির সদস্য স্বপন দেবনাথ,  সহ  সভাপতি শেখর সেন, সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা। এছাড়া স্থায়ী কমিটির সদস্য রনজিত দে, শিক্ষক স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন যুব পরিষদের এধরণের মহতি কর্মকাণ্ডের সাথে আমরাএক মত পোষন করছি। সভায় প্রধান অতিথি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য ১০টি সেলাই মেশিন প্রদানের ঘোষণা করেন এবং ভবিষ্যৎতে  ভালো কাজের জন্য সব সময় সহযোগীতা অব্যাহত থাকবে।  এসময় শীতার্তদের মাঝে ৩শত কম্বল বিতরণ করা হয়।