১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

খাগড়াছড়িতে রেঁনেসা কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা

খাগড়াছড়ি থেকে তমাল দাশ : দেশে কোন মানুষ না খেয়ে থাকবেনা। বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনা নিরলসভাবে প্রতিনিয়ত দেশের মানুষের কল্যানে কাজ করছে। যাতে বাংলাদেশের মানুষ সুন্দর সুখী নিরাপদ জীবন যাপন করতে পারে। পাহাড়ে সকল সম্প্রদায়ের জন্য সমভাবে পার্বত্য মন্ত্রনালয়, অাঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ এক যোগে কাজ করছে। তবে আপনারা চাকরীর পিছনে না ঘুরে উদ্যেক্তা হন।চাকরী আপনার পিছনে ঘুরবে।
জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু রেঁনেসা কো অপারেটিভ লিমিটেড বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সমবায় সমিতির নিজস্ব জায়গা থাকলে জেলা পরিষদ থেকে ভবন করে দিব। সমবায় থেকে ঋন দেওয়ার আগে তাদেরকে তদারকি করবেন। বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষন দিতে হবে। তবেই সঠিক ভাবে তারা ঋন পরিশোধ করতে পারবে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রেঁনেসা ক্লাবের সভাপতি প্রার্থিব মারমা।
রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া মংক্যচিং চৌধুরী, ক্যাজরী মারমা,জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, প্রধান শিক্ষক অংপ্রু মারমা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।
সাধারণ সভায় বক্তারা বলেন প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়ে তুললে সেখানে মিল কারখানা গড়ে উঠবে। তৃনমুল পর্যায়ের অসহায় মানুষ সেই সমিতি থেকে ছোট ছোট ঋন দিয়ে নিজেদেরকে আত্মনির্ভরশীল হতে সাহায্যে করবে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।