লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ- এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবস উপযাপিত হয়েছে ৯ ডিমেম্বর। দিবসের কর্মসূচীতে ছিল মানববন্ধন ও আলোচনা সভা।
সকালে দিবসের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো পর্ব সম্পন্ন হয়। এরপর ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং দূর্নীতি দমন কমিশন,চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় উপরোক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহম্মদ খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। সাধারণ সম্পাদক মাষ্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন দূর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান সিকদারসহ অন্যরা।
সভায় প্রধান অতিথি বলেন, দূর্নীতি এক প্রকার সংক্রামক ব্যাধি। নীতি-নৈতিকতা ও মানসিক উৎকর্ষ সাধনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দূর্নীতিকে না বলতে হবে। উদার মন-মানসিকতা নিয়ে এ’ব্যাপারে জন সচেতনতার সৃষ্ঠির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও আন্তরিকতার সহিত এগিয়ে আসতে হবে। ফলে, সমাজ ও পরিবেশ হবে দূর্নীতিমুক্ত।
