নাজিরহাট কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্য সম্প্রতি জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. এম মোশারফ হোসেন এর যৌথ তত্ত্বাবধানে “Vegetation diversity and soil nutrient status of Khagrachari sadar region, Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ হতে প্রয়াত অধ্যাপক ড. সত্যজিৎ ভদ্র এর তত্ত্বাবধানে একই বিভাগ হতে এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম এর পটিয়া উপজেলার মঠপাড়া গ্রামের বিদ্যালংকার বাড়ির স্বর্গীয় শ্রীপতি মোহন ভট্টাচার্য ও স্বর্গীয়া রাসেশ্বরী ভট্টাচার্য এর পুত্র এবং জানকীনাথ শাস্ত্রীবাড়ি, পোমরা, রাংগুনিয়ার প্রবীণ শিক্ষাবিদ শান্তি রঞ্জন চক্রবর্তী ও জয়ন্তী চক্রবর্তী এর জামাতা। তিনি সকলের আশীর্বাদ কামনা করেছেন।
