১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল পালিত

গণদাবি উপেক্ষা করে একতরফা ও অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আজ চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত অর্ধদিবস (৬-২টা) হরতাল পালিত হয়েছে। ভোর ৬টায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা নগরীর তিন পুলের মাথায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, স্টেশন রোডসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন পয়েন্টে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে হরতালের সমর্থনে সমাবেশ হয়েছে। হরতালের সমর্থনে এসব সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রামের সমন্বয়ক বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়ের সভাপতিত্বে সিপিবি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর ও নুরুচ্ছাফা ভূঁইয়া, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ,জেলা কমিটির সদস্য আসমা আক্তার,জাহেদুন্নবী কনক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি দীপা মজুমদার, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুভ দেবনাথ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি মিরাজ উদ্দিনসহ জোটভুক্ত বিভিন্ন দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ভোর থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে আন্দরকিল্লা মোড়ে পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা ঘটনা ঘটে।
সমাবেশে বক্তারা বলেন,’ সরকারের ইশারায় নির্বাচন কমিশন একতরফা ও স্বৈরতান্ত্রিক কায়দায় তফসিল ঘোষণা করে জনগনের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়িয়েছে।এইভাবে ২০১৪ ও ২০১৮ সালের মতন আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যৌক্তিক দাবি উপেক্ষা করে এক চরম কতৃর্ত্ববাদী ও অগণতান্ত্রিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরকম একতরফা তফসিল ঘোষণা করে সরকার সংঘাত-সংঘর্ষের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মীদের উপর হামলা,মামলা ও নির্যাতন নামিয়ে আনছে।এই পরিস্থিতে একতরফা এই তফসিল ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।”
সমাবেশে বক্তারা আরো বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করছিলাম। পুলিশ বিভিন্নস্থানে আমাদের মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। তারা বারবার বলছিল, আমরা যেন মিছিল না করে নির্দিষ্টস্থানে সমাবেশ করি। কিন্তু আমরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করেছি। আমরা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাই। ক্ষমতাসীন যে দল আজ মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে, তারাও একসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নি।
নিউমার্কেট, আন্দরকিল্লা মোড় এবং কোতোয়ালীর মোড়ে পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা হরতাল করেছি, কোনো ভয়তাল করিনি। আমাদের নেতাকর্মীরা কোনো যানবাহন চলাচলে বাধা প্রদান করেনি। শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করে আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, একতরফা যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এভাবে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো নির্বাচন আমরা চাই না।’
হরতালের সমাবেশ থেকে ঘোষিত তফসিল প্রত্যাখান করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি