নিজস্ব প্রতিবেদক : আজ ৪ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জেলা পরিষদের এডিপি তহবিল থেকে চট্টগ্রাম ৯ আসনের আওতাধীন ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, মট মন্দির ও কবরের স্থান কে এক কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম৯ আসনের আওতাধীন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
চেক হস্তান্তর কালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যে উন্নয়ন কার্যক্রম করেছে তা আমাদের জনসাধারণকে গিয়ে অবহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ আজ অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে।
