২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সভা গত ৪ নভেম্বর ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সুগ্রিব মজুমদার দোলন,ডাঃ আইরিন সুলতানা, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, জেলা ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের সহ অন্যান্যরা।
সভায় বিগত সভার কার্য বিবরণী অনুমোদন, বার্ষিক সাধারণ সভা, ইউনিট ও হাসপাতালের উন্নয়নে বিভিন্ন দাপ্তরিক প্রস্তাবের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এবং হাসপাতালের উন্নয়নে আমাদের যে কার্যক্রম সম্প্রাদিত হচ্ছে তার মাধ্যমে হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেয়েছে।