১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগ নতুন শাহ আমানত ব্রিজের প্রবেশ মুখে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়মী লীগের সভপতি আহমেদ ইলিয়াছ, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৫নং ওয়াড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফয়জুল্লা চৌধুরী বাহাদুর, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো.ইউনুস কোম্পানী, যুগ্ম-আহবায়ক আলী নেওয়াজ, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সহ সভাপতি নুরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশিষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ।
১৭নং ওয়ার্ড আওযামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো.কামাল আহমেদ, আহবায়ক কমিটি সদস্য, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মুজিবুর রহমান,আনোয়ার মেম্বার, মোক্তার হোসেন,শফিউল বশর, নাজিম উদ্দিন, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল হাকিম, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাজিম দেওয়ান, আব্দুল জলিল মুন্না, যুবলীগ নেতা আফজাল।
ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান (১৯), জাহাঙ্গির কবির, হোসেন বাদশা, গাজি মান্নান মো.ইয়াছিন,আকতার হোসেন, উত্তম নাগ। মো.তাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনি রাজ, কফিল উদ্দিন, নিজাম কাদের, ১৮নং পূর্ব বাকলিয়া যুবলীগ নেতা হাজী আব্দুল মোনাফ সওদাগর, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল আলম রবু প্রমুখ।