২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

কসমপলিটান লায়ন্স ও লিও ক্লাবের উদ্দ্যেগে চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটান এর উদ্যোগে অক্টোবর সেবা মাস ২০২৩ উপলক্ষে অফিসার্স ক্লাব চট্টগ্রামে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কসমোপলিটান লায়ন্স ক্লাবের সচিব লায়ন ইঞ্জি মো: নাঈম সারওয়ার জিতুর সঞ্চালনায় ও অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার জেলা গভর্নর লায়ন এম.ডি.এম মহিঊদ্দীন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্ণর ও অক্টোবর সেবা মাসের চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল এমজেএফ, সম্মানিত কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দীকী পিএমজেএফ, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া, সম্মানিত লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন একেএম নবিউল হক সুমন, ক্লাব এডভাইজর লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, লায়ন তপন কুমার দাশ, লিও জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, কসমোপলিটান লিও ক্লাবের সভাপতি লিও ফাহিম রায়হান, সহ-সভাপতি লিও চৌধুরী আদৃতা বড়ুয়া, লিও নাঈম, লিও শিহাব, লিও রাকিন, লিও পিউ, লিও আরাফাত, লিও ফয়সাল, লিও শাহিন, লিও তাসবির, লিও ইরফান সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের ৪০টি স্বনামধন্য স্কুলের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে তিন বিভাগ থেকে সর্বমোট ৪৫ প্রতিযোগিকে পুরষ্কার প্রদান করা হয় এবং সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।