মিলন বৈদ্য শুভ (প্রতিনিধি) : ১০নং পূর্ব গুজরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক স্মার্ট রাউজানের রূপকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির, সভাপতি জননেতা জনাব এ. বি.এম ফজলে করিম চৌধুরী এম পি মহোদয় প্রধান অতিথি বক্তব্যে বলেন যত দিন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ তত দিন বাংলাদেশের মানুষ থাকবে নিরাপদ, রাউজানে বিল্পবী মাষ্টার দা সূর্য সেনের রাউজান, রাউজান মহাকবি নবীন সেনের রাউজান অনেক গুণী বুদ্ধিজীবির পূর্ণজন্মভূমি এই রাউজান, আমি রাউজানের মানুষের উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবে বিশ্বাসী,আমি সংসদ সদস্য নির্বাচিত হাওয়া পরে হতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মসজিদ,মাদ্রাসা, মঠ, মন্দির,বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অনুদান দিয়েছি,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃকালীন ভাতা,শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়, এক সময় রাউজান ছিল সন্ত্রাসীর আড্ডা খানা স্বজন হারা বেদনা, এখন রাউজানের মানুষ স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারে, রাত্রে শান্তিতে ঘুমাতে পারে, মানুষ মরণশীল আল্লাহ ডাক পরলে সবাইকে আজ না হয় কাল চলে যেতে হবে সেই জন্য কাজ না করে বসে থাকলে হবে না, যত দিন বেচেঁ থাকবো রাউজান মানুষের সুখে দুঃখ পাশে থাকতে চাই। রাউজানের প্রতিটি মানুষ বিপদে আপদে মোবাইল করলে দিনে কিংবা রাত্রে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি,১০ নং পূর্ব গুজরা’র আমি সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে থাকি। সভাপতিত্বে করেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন রাউজানের মানুষ নৌকা মাঝি ছাড়া নিরাপদ না,রাউজানের অবিভাবক জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি মহোদয়কে বিপদে আপদে সুখে দুঃখে সব সময় মানুষের পাশে নিয়োজিত ছিলেন বিগত নির্বাচনে আমরা ১০ নং পূর্ব গুজরা”র মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে নৌকা প্রতীক হিসেবে জয় যুক্ত করেছি, এবার ও বিপুল জয় যুক্ত করবো ,রাউজানে প্রতিটি উন্নয়ন ধারাবাহিক বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল- হারুন, রাউজান উপজেলা সিনিয়র সহ সভাপতি জনাব আনোরুল ইসলাম,১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লায়ন শাহাবুদ্দীন আরিফ, ১৩নং গুজরা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল মিয়া,১৪নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া,৯নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রোখন উদ্দীন, রাউজান উপজেলা ক্রীড়া সংগঠন সুমন দে,রাউজান উপজেলা দক্ষিণ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রর্বত্তী, ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের সচিব জনাব ফরিদ আহমেদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মফজ্জল হোসেন রাউজান উপজেলা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি মহোদয় ছাড়া বিকল্প নেই, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ দিদারুল আলম,স্বাগত বক্তব্য রাখেন লায়ন আর্দশ কুমার বড়ুয়া, ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক, স্বপন বড়ুয়া,১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের অর্থ সম্পাদক জনাব শেখ মুজিব,১০নং পূর্ব গুজরা ইউ পি মহিলা মেম্বার, আশরিফা করিম, রুবিনা ইয়াছমিন রুজি,বীণা চৌধুরী,১০নং পূর্ব গুজরা ইউ পি সদস্য, বিশ্বজিৎ চৌধুরী,মোঃ বাবুল, সজল মহাজন,মোঃ খালেক,মোঃ আব্দুল কায়েম,উজ্জ্বল বড়ুয়া,বকুল বড়ুয়া, স্বরূপানন্দ চৌধুরী,মোঃ ইলিয়াস,সেবু বড়ুয়া,রানা বড়ুয়া,সুজন বড়ুয়া, মোঃ মহিউদ্দিন, রায়হান আহমেদ, মোঃ কামাল মিয়া,মোঃ মান্নান,মোঃ রেজাউল,চন্দ্রসেন বড়ুয়া, লিটন বৈদ্য,রাজীব দে,রিটন মহাজন,চন্দন মহাজন, বিটু কান্তি দে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা মসজিদ, মন্দির,বিহারের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্র লীগ,সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,সর্বস্তরের নেতা নেত্রী বৃন্দ।
